সাউথ জার্সিতে প্রাণের আমেজে গনেশ চতুর্থী উৎসব Ganesh Chaturthi Celebration in New Jersey
সুব্রত চৌধুরী, লেখক
(এই গল্পটি ইংরেজিতে পড়তে এখানে ক্লিক করুন।)
আটলাণ্টিক কাউন্টির প্রবাসী হিন্দুদের উদ্যোগে নিউজার্সি রাজ্যের সাউথ জার্সিতে গত ১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার থেকে ২৩ সেপ্টেম্বর, শনিবার পর্যন্ত এগ হারবার শহরের ৫৭১, দক্ষিন পোমনাতে অবস্হিত বৈকুণ্ঠ হিন্দু জৈন মন্দিরে ‘গনেশ চতুর্থী উৎসব’ প্রাণের আমেজে অনুষ্ঠিত হয়েছে।
‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই আপ্তবাক্য অন্তরে ধারন করে বিগত বছরগুলোর সাফল্যের ধারাবাহিকতায় এবারও বর্ণাঢ্য আয়োজনে “গনেশ চতুর্থী উৎসব” উদযাপিত হয়েছে।
উৎসবের বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ছিল গনেশ পুজা, আরতি, ভজন- কীর্তন পরিবেশন, শিশু-কিশোরদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান, কীর্তন মেলা, সংগীত রজনী, গর্বা ও ডান্ডিয়া অনুষ্ঠান, প্রসাদ বিতরণ ইত্যাদি।গণেশ চতুর্দশী উৎসবে নিউজার্সি রাজ্যের সিনেটর ভিন্স পলিসতিনা, এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, এসেম্বলিওম্যান ক্লারা সুইফট, গ্যালাওয়ে টাউনশীপের মেয়র এন্থনী কপপলা জুনিয়র, নিউ জারসি রাজ্যের সিনেটর পদে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কারেন ফিৎজপ্যাটরিক, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক চেয়ারম্যান মাইক সুলেমান, আটলান্টিক কাউন্টির কমিশনার এট লারজ পদপ্রার্থী রেহমান হাবিব, আটলান্টিক সিটির কাউন্সিলম্যান আনজুম জিয়া, গ্যালাওয়ে টাউনশীপের কাউন্সিলম্যান রিচ ক্লুট ও মো. ওমর, রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী হারষ সিং ,আটলান্টিক সিটির ষষ্ঠ ওয়ার্ডের কাউন্সিলম্যান পদপ্রার্থী জেফ ডরসি প্রমুখ যোগ দেন।
শ প্যাটেল,ভিয়ান, পরী,শানভি, হীর,আশি,আরভ,শিয়া, ধ্রুব ,আশনা, জে,ভানি , জিয়া,ভিয়ম,কৃসানা, কৃষা, রুহী, ভানি, জিয়া প্রমুখ বিভিন্ন পর্বে অংশগ্রহন করেন।এছাড়া সংগীতের জীবন্ত কিংবদন্তি অনুপ জালোটা তাঁর সুললিত কন্ঠের মূর্ছণায় সবাইকে মুগ্ধ করেন।
বিপুল সংখ্যক দর্শক মনোমুগ্ধকর এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনায় দর্শকরা বিমোহিত হয়ে পড়েন।
পুরো গল্প পড়ার জন্য ধন্যবাদ!
আটলান্টিক সিটি ফোকাসে, আমরা একটি প্ল্যাটফর্ম প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে আমাদের সম্প্রদায়ের বিভিন্ন কণ্ঠস্বর শোনা যায়, সম্মান করা যায় এবং উদযাপন করা যায়। একটি স্বাধীন অনলাইন সংবাদ প্ল্যাটফর্ম হিসাবে, আমরা আপনার মতো পাঠকদের সমর্থনের উপর নির্ভর করি মানসম্পন্ন, কমিউনিটি সাংবাদিকতা যা গুরুত্বপূর্ণ তা সরবরাহ করা চালিয়ে যেতে। আজ দান করার মাধ্যমে, আপনি পরিবর্তনের জন্য একটি অনুঘটক হয়ে ওঠেন যা অন্যথায় শোনা যায় না এমন খাঁটি ভয়েসগুলিকে প্রসারিত করতে সাহায্য করে। এবং কোন অবদান খুব ছোট নয়, $5, এমনকি $1 প্রশংসা করা হয়. একটি পার্থক্য তৈরি করতে আমাদের সাথে যোগ দিন—এক সময়ে একটি উত্থানমূলক গল্প!
Thanks for reading the whole story!
At Atlantic City Focus, we're committed to providing a platform where the diverse voices of our community can be heard, respected, and celebrated. As an independent online news platform, we rely on the support of readers like you to continue delivering quality, community journalism that matters. By donating today, you become a catalyst for change helping to amplify the authentic voices that might otherwise go unheard. And no contribution is too small, $5, even $1 is appreciated. Join us in making a difference—one uplifting story at a time!